৭৫০ কোটিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজ

১০ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৬:০৩ PM
ডারউইন নুনেজ

ডারউইন নুনেজ © সংগৃহীত

লিভারপুল ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন ডারউইন নুনেজ। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে নিউক্যাসল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকের দিকে এখন আরও বেশি মনোযোগী হবে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। 

তিন বছর আগে বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক চুক্তিতে লিভারপুরে যোগ দিয়েছিলেন নুনেজ। কিন্তু এরপর এই চুক্তির পরিমাণ বাড়াতে ব্যর্থ হন।

অল রেডসদের হয়ে ১৪৩ ম্যাচে উরুগুইয়ান এই স্ট্রাইকার ৪০ গোল করেছেন। কিন্তু জার্গেন ক্লপ ও পরবর্তীতে আর্নে স্লটের অধীনে অ্যানফিল্ডে নিজের অবস্থান হারান তিনি। 

ব্রিটিশি বিভিন্ন গণমাধ্যমে দাবি, ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে ৫৩ মিলিয়ন ইউরোতে (৭৫০ কোটি টাকার কাছাকাছি) দলে ভিড়িয়েছে আল-হিলাল।

আল-হিলালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আল-হিলাল ঘোষণা দিচ্ছে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে দলভূক্ত করা হয়েছে।’

এদিকে ইতোমধ্যেই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে হুগো একিটিকে, ফ্লোরিয়ান রিটজের সঙ্গে দুই ফুল-ব্যাক মিলোস কারকেজ ও জেরেমি ফ্রিমপংকে দলে নিয়েছে লিভারপুল। তবে ইসাককে দলে নিয়ে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙার সুযোগ লিভারপুলের। প্রথম বিডে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে রাজী হয়নি নিউক্যাসল। সুইডিশ এই স্ট্রাইকারের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দাবি জানিয়েছে নিউক্যাসল।  

অন্যদিকে লুইস দিয়াজ, জারেল কুয়ানশাহ, কায়োমিন কেলেহার, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও টাইলার মরটনের বিদায়ের পর নুনেজকে ছেড়ে দিয়ে ট্রান্সফার উইন্ডোতে প্রায় ২০০ মিলিয়ন ইউরো আয় করেছে লিভারপুল।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেকৃবিতে সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শেষ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৯ ডিসেম্বর ২০২৫