২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল যে ৩০ দেশ

১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৯ AM
ফিফা বিশ্বকাপ ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ © সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্রথমবারের মতো তিন দেশ মিলে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ৪৮ দল নিয়ে ফুটবলের সর্ববৃহৎ এ বৈশ্বিক আসর শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, শেষ ১৯ জুলাই। দেশ ৩টির ১৬ শহরের ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে ৩০টি দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বাছাইপর্ব ছাড়াই অংশ নিচ্ছে। এর বাইরে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চল থেকে একে একে দলগুলো যোগ হওয়ায় টুর্নামেন্টের দলতালিকা দ্রুত পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।

এশিয়া 
এশিয়ান অঞ্চল থেকে ৮ দল সরাসরি যাবে বিশ্বকাপের মঞ্চে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।

ইউরোপ
ইউরোপ অঞ্চলের কোটা ১৬টি হলেও এখন পর্যন্ত মাত্র তিনটি দল: ইংল্যান্ড, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপে থাকা নিশ্চিত করতে পেরেছে। ইউরোপের বাকি ১৩টি স্থানের জন্য এখনো বাছাইপর্বের খেলা চলছে।

দক্ষিণ আমেরিকা 
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোটা ৬টি। ইতোমধ্যে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। এ তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।  

উত্তর ও মধ্য আমেরিকা 
আয়োজক ৩ দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়া বাকি তিনটি জায়গা এখনও দখলের অপেক্ষায়। বর্তমানে ১২ দল এখনো লড়াই করছে- পানামা, এল সালভাদর, গুয়াতেমালা, সুরিনাম, জ্যামাইকা, কুরাসাও, ত্রিনিদাদ ও টোবাগো, বারমুডা, কোস্টারিকা, হন্ডুরাস, হাইতি ও নিকারাগুয়া।

আফ্রিকা 
আফ্রিকা থেকে ৯ দল সরাসরি বিশ্বকাপে যাবে। যার সবকটি চূড়ান্ত হয়েছে। বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।

ওশেনিয়া 
ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড সরাসরি খেলবে বিশ্বকাপে। নিউ ক্যালেডোনিয়া প্লে-অফে যাবে।

চূড়ান্ত প্লে-অফ 
চূড়ান্ত প্লে-অফ থেকে দুটি দল মূল পর্বে জায়গা পাবে। যার জন্য লড়াই করবে ৬টি দল (১টি আফ্রিকা, ১টি এশিয়া, ২টি কনকাকাফ, ১টি ওশেনিয়া, ১টি দক্ষিণ আমেরিকা)। মার্চ ২০২৬-এ প্লে-অফ অনুষ্ঠিত হবে, যা স্বাগতিক দেশের ভেন্যুতে টেস্ট ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে। 

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫