সাবেক চ্যাম্পিয়ন চীন ও স্বাগতিক থাইল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

১০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী বছরের ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে গ্রুপ-এ’তে চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ব্যাংকবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়।

আগামী ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে লাল-সবুজেরা। গ্রুপের পরের দুই ম্যাচে ৭ এপ্রিল শক্তিশালী চীন ও ১৪ এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে আফঈদার দল।

ড্র অনুযায়ী, তিন গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে ১২ দল। গ্রুপ-বি’তে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী হলো দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। আর গ্রুপ-সি’তে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত আছে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা দুই তৃতীয় দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট ৪টি দল আগামী বছর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকেট পাবে।

গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত। 

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫