মোবাইলে যেভাবে দেখবেন হামজাদের ম্যাচ

০৯ অক্টোবর ২০২৫, ০৬:০০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

হংকং-চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলাদেশ। আজ জিতলেই ৪৬ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের। যে কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান অবস্থান বাংলাদেশের। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। আর বাংলাদেশের সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানীতে ভারত। একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলতে সরাসরি সুযোগ পাবে।

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাত মিলিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার তারা। ফলে, বঙ্গোতে সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। আজ হংকং-চায়নার বিপক্ষে এবং আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে লাল-সবুজেরা।

তবে ম্যাচগুলো দেখতে সমর্থকদের সাবস্ক্রিপশন ফি গুণতে হবে। যেকোনো একটি ম্যাচের সাবস্ক্রিপশন ফি ২৫ টাকা, আর দুটি ম্যাচের প্যাকেজ ৪৫ টাকা।

বাংলাদেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলেও ম্যাচগুলো দেখা যাবে। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে এই ম্যাচ দুটি দেখা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫