রাতে নেপালে বিপক্ষে মাঠে নামছে হামজারা

১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত ছবি

নেপালে বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে রাতে নামছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ম্যাচটি দুই দলের জন্যেই গুরুত্বপূর্ণ।

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই ম্যাচে নিজেদের পরখ করে নেবার সুযোগ পাচ্ছে হামজারা।

নিজেদের শেষ ম্যাচে দুই দলের কোন দলই জয় পাইনি। এই ম্যাচে জয়ের জন্য প্রবল তাড়না থাকবে হামজা- সামিত সোমদের।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারছে না ফরোয়ার্ড শেখ মোরসালিন, আর দুই হলুদ কার্ডের কারণে ফাহামিদুল ইসলাম খেলতে পারছেন না। তবে হামজা চৌধুরী ও শমিত সোমের ওপরই নির্ভর থাকবে বাংলাদেশ।  

প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘এই প্রীতি ম্যাচ আমাদের জন্য দারুণ পরীক্ষা। এটি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবার সুযোগ।‘ অধিনায়ক জামাল ভূঁইয়া যোগ করেন, ‘আমাদের মূল লক্ষ্য ভারত, তবে নেপালের বিপক্ষে জয় মানসিকতা গড়ে তুলবে।‘

নেপাল কোচ হরি খড়কাও মনে করেন হামজা-শমিতদের কারণে এই বাংলাদেশকে আগের বাংলাদেশের সঙ্গে মেলানো যাচ্ছে না, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। এখন হামজা ও অনান্য খেলোয়াড় যোগ হয়েছে, তাতে বাংলাদেশ পূর্ণাঙ্গ একটা দল।’ তাই বলে নিজের শিষ্যদের পিছিয়ে রাখছেন না খড়কা, ‘তবে আমরা তাদের নিয়ে ভীত নই। কেননা, ফুটবল একটা দলীয় খেলা। ব্যক্তিগত নৈপুণ্যের মূল্য আছে, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা।’

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫