শ্বাসরুদ্ধকর এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

২৭ অক্টোবর ২০২৫, ০৬:১৮ AM
বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ © সংগৃহীত

উত্তেজনা, রোমাঞ্চ আর শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় ভরা এক এল ক্ল্যাসিকো উপহার দিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আক্রমণ, পাল্টা আক্রমণ, পেনাল্টি বিতর্ক, গোল ও লাল কার্ডে ভরপুর সেই ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

রবিবার রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর এই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে ও জুদ বেলিংহ্যাম। অন্যদিকে, বার্সেলোনার একমাত্র গোলটি আসে তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজের পা থেকে।

খেলার শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ছিল আক্রমণাত্মক। প্রথম ১৫ মিনিটে রেফারির দুটি সিদ্ধান্তে ভিএআরের হস্তক্ষেপে একবার পেনাল্টি বাতিল ও একবার গোল বাতিল হয়। এরপর ২২তম মিনিটে জুদ বেলিংহ্যামের নিখুঁত অ্যাসিস্টে গোল করেন ফরাসি তারকা এমবাপে, যা রিয়ালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়।

তবে ৩৮তম মিনিটে বার্সেলোনার ফারমিন লোপেজ গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন (১-১)। কিন্তু বিরতির আগেই, ৪৩তম মিনিটে এমবাপের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন বেলিংহ্যাম, যা রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয় এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধেও রিয়াল সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। ৫২তম মিনিটে পেনাল্টির সুযোগ পান এমবাপে, তবে বার্সেলোনা গোলরক্ষক ভইচেখ শেজনি অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।

ম্যাচের একেবারে শেষ দিকে, অতিরিক্ত সময়ে (৯০+১০ মিনিটে) বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ওই সময় বেঞ্চ থেকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

এই জয়ে ১০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল। সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ২২ পয়েন্ট।

লা লিগায় চলতি মৌসুমে রিয়ালের এটি ১৩ ম্যাচে ১২তম জয়। একমাত্র পরাজয়টি এসেছিল সেপ্টেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার মৌসুমের তৃতীয় পরাজয়। এর আগে তারা ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ২-১ এবং লা লিগায় সেভিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫