বার্সার সঙ্গে রাফিনিয়ার চুক্তি নবায়ন

২৩ মে ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১২:২৮ PM
রাফিনিয়া

রাফিনিয়া © সংগৃহীত

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন। কাতালান ক্লাবটির জার্সিতে দারুণ একটি মৌসুম কাটানোর পর বৃহস্পতিবার তিনি নতুন এ চুক্তি স্বাক্ষর করেন।

বার্সার সঙ্গে রাফিনিয়ার আগের চুক্তি ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। চলমান ২০২৪-২৫ মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, অর্থাৎ ঘরোয়া ‘ট্রেবল’ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্প্যানিশ পরাশক্তিরা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে, যা তাকে আগামী ২০২৮ সালের ৩০ জন পর্যন্ত এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখবে।’

নিজের প্রতিক্রিয়া রাফিনিয়া বলেন, ‘পরিবারকে আগেই বলে রেখেছি যে, আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’

ক্লাবের সঙ্গে সম্পর্কটা আরও একটু বাড়িয়ে নিয়ে রাফিনিয়া বলছেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। আমি এখন রাফিনিয়া, একজন বাবা, একই সঙ্গে অধিনায়কও। যখন প্রথমবার ব্লুগ্রানায় আসি, সেই সময়ের চেয়ে এখন আমার ওপর অনেক দায়িত্ব। প্রতি বছরই আমার মধ্যে ম্যাচুরিটি এসেছে, আগের চেয়ে আমি অনেক পরিণত হয়েছি।’

আরও পড়ুন: এপ্রিল-মে’র মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই সেলেসাও তারকা বার্সেলোনার হয়ে ৫৬ ম্যাচে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। যা হ্যান্সি ফ্লিকের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই কাতালানদের তিনটি ঘরোয়া শিরোপা জিততে ভূমিকা রেখেছে। ঘরোয়া ট্রেবল পূর্ণ হয়েছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের মাধ্যমে। আর প্রতিটিতেই তারা দাপট দেখিয়ে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

২০২২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের দুই মৌসুম কাটিয়ে বার্সায় যোগ দেন রাফিনিয়া। 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫