নভেম্বরে মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত

২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ PM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

কয়েকদিন আগেই শেষ হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। ফিফা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। চলতি অক্টোবরেই দুটি প্রীতি ম্যাচ খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরে আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

যদিও শুরুর দিকে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল তারা। তবে এক প্রতিবেদনে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উপযুক্ত প্রতিপক্ষ না মেলায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে লিওনেল মেসির দল।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় গড়াবে ম্যাচটি। অবশ্য, এখনও ম্যাচের সময়সূচি নির্ধারিত হয়নি। এই ম্যাচ ঘিরে ইউরোপে প্রস্তুতি সারবেন মেসিরা। ম্যাচ শেষেও ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবেন মেসিরা।

এদিকে আগামী বছর ‘ফিনালিসিমা’তে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না এলেও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী বছরের ২৮ মার্চ (শনিবার) কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫