২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র কোথায় কখন, যা জানা গেল

৩০ জুলাই ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৪:৪৮ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

প্রথমবারের মত ৪৮ দেশের অংশগ্রহণে আগামী বছর ফুটবল বিশ্বকাপের আসন্ন আসর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে। এজন্য ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে এখনও ৪৮ দল চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত স্বাগতিক ৩ দেশসহ মোট ১৩টি দেশ বিশ্বকাপের টিকিট কেটেছে। আর বাছাইপর্ব শেষে আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ৪৮ দলের বর্ধিত কলেবরের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের জন্য ভেগাসকে বেছে নেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। ৪৮টি দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে বিশ্বকাপের অংশ নেবে। প্রতি গ্রুপে ৪টি করে দল থাকবে। 

এর আগে, ১৯৯৪ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। তখনো টুর্নামেন্টের ড্র লাস ভেগাসে আয়োজিত হয়েছিল। 

ইএসপিএন’র সূত্রটি জানিয়েছে, ২০২৩ সালে সবার জন্য উন্মুক্ত হওয়া সাড়ে ১৭ হাজার ধারণক্ষমতা সম্পন্ন দ্য স্ফেয়াারে ড্র অনুষ্ঠানের সম্ভাবনা বেশি। অবশ্য স্ফেয়ার সূত্র বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছে, বিশ্বকাপের ড্র স্ফেয়ারে অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে, ১৯৯৪ বিশ্বকাপের ড্র লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছিল, যদিও লাস ভেগাসের নাম বিশ্বকাপের স্বাগতিক শহরের তালিকায় ছিল না। আগামী বছরের বিশ্বকাপের জন্য পরিস্থিতি অনেকটা একই হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো বলেন, ‘৫ ডিসেম্বর (ড্র অনুষ্ঠান), যদি আমি ভুল না করি। ওই দিন কিংবা ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপের ড্র হতে পারে। আমি জানি যে এটি লাস ভেগাসে হবে এবং সেখানে পাচুকা সম্পর্কে আমাদের তথ্য পরিবেশনের লক্ষ্যে থাকতে হবে। (বিশ্বকাপের জন্য) হিদালগো এবং দুটি ভেন্যু আছে আমাদের।’

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫