হাদিকে নিয়ে পোস্ট দেওয়ায় অনন্য মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ AM
 মামুন, চমক, বান্নাহ

মামুন, চমক, বান্নাহ © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানানোয় একাধিক শোবিজ তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডাল্টন সৌভাত হীরা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, চমক ও বান্নাহর ফোন নম্বর ইতিমধ্যে ফাঁস করা হয়েছে এবং তাঁদের চলাফেরার লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি শোবিজ সংশ্লিষ্টদের তাঁদের সঙ্গে কোনো কাজে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ওই হুমকিমূলক বার্তায়।

হুমকির বিষয়টি প্রকাশ্যে আনতে সোমবার ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে তিনি জানান, এমন পরিস্থিতিতেও তিনি ভীত নন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে চমক বলেন, ‘রোববার রাতে আমার ফোনে ২০০ থেকে ৩০০ কল এসেছে। শেষ পর্যন্ত ফোন নম্বর বন্ধ করতে বাধ্য হই। এতগুলো ফোনকল, হত্যার হুমকি, মনে হচ্ছিল আমার জীবনে দেশের জন্য কিছু একটা তো করেছি। যার কারণে এরা আমার পেছনে এভাবে লেগেছে। কিছু না করলে পেছনে লাগত না—এতটুকু সান্ত্বনা নিজেকে দিতে পারছি। এই দেশের মানুষের কোনো কাজে আমি আসতে পেরেছি, এটাই তো বড় কথা। ওরা যদি সত্যি আমাকে মেরে ফেলে, এটা আমার জন্য সুন্দর উপহার হবে। আমার জন্য আশীর্বাদ হবে যে আমি আমার দেশের জন্য মারা গেছি।’

তিনি আরও বলেন, ‘৭০ বছরে বয়সে গিয়ে বৃদ্ধ হয়ে মরার চেয়ে দেশের জন্য মৃত্যু হলে, এর চেয়ে ভালো আর কী হতে পারে। অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন, ফোন করে সতর্ক করছেন। তাঁদেরকে বলব, মন খারাপ করবেন না। আমি যদি মরে যাই, তাতে আমার দুঃখ নেই। যাঁরা হুমকি দিচ্ছে তাদের বলতে চাই, তোমরা আমাকে নিয়ে যত বাজে কথা বলবা তত মনে করব আমি কিছু করতে পেরেছি। তোমাদের হুমকিতে বাসায় বসে থাকার মানুষ আমি না।’

একই ধরনের হুমকির কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুনও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ তাআলা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে।’

এদিকে হুমকির বিষয়ে চমক ও অনন্য মামুন প্রকাশ্যে কথা বললেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। হাদির ওপর হামলা এবং এর জেরে শোবিজ অঙ্গনের সদস্যদের প্রতি হুমকির ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা যাচ্ছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫