হুমকির পর লাইভে চমক

বাইরে ঘুরব মুক্ত পাখির মতো স্বাধীনভাবে, গুলি খাওয়ার ভয়ে বাসায় বসে থাকব না

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ AM
রুকাইয়া জাহান চমক

রুকাইয়া জাহান চমক © সংগৃহীত

হুমকি ও অপপ্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি বলেছেন, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না; গুলির ভয়েও তিনি ঘরে বসে থাকবেন না।

সম্প্রতি নিজের ফেসবুকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। চমক বলেন, তার নামে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। কখনো তাকে পুলিশ হত্যাসংক্রান্ত বিষয়েও জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

লাইভে তিনি আরও বলেন, তাকে নিয়ে নানা ধরনের অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করা হচ্ছে। এসব অপপ্রচারের পেছনে সমাজের একটি শ্রেণির মানসিকতা কাজ করছে বলে মনে করেন তিনি। চমকের ভাষ্য, যখন কোনো নারীর কণ্ঠরোধ করা যায় না, তখন তাকে চরিত্রহীন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। তিনি উদাহরণ টেনে বলেন, নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার মতো ব্যক্তিত্বকেও এ ধরনের কটূক্তির শিকার হতে হয়েছে, যা সমাজের গভীর সমস্যার ইঙ্গিত দেয়।

চমক আরও জানান, অপপ্রচারকারীদের কথায় তিনি ভীত নন। বরং তার পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন তাকে আরও শক্ত করেছে। অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষজন কল দিচ্ছে আর টেক্সট করছে যে, চমক বাইরে বের হইও না, হিট লিস্টে তোমার নাম আছে। যেটা ঘটল হাদি ভাইয়ের সাথে, ভেরি ভেরি আনফরচুনেট, আমরা এটা নিয়ে বেশ দুঃখিত। আমাকে কয়েকজন বলল, বাসা থেকে বের না হই। তখন আমি বললাম, বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি গুলি খাই, সেটা ভালো। কারণ স্বাধীনতার জন্য আজীবন আমাদের ভয়েস রেস করেছি।

লাইভের শেষের দিকে তিনি বলেন, ‘আমি বাইরে ঘুরব মুক্ত পাখির মতো স্বাধীনভাবে। কারো ভয়েই, এমনকি গুলি খাওয়ার ভয়েও আমি বাসার মধ্যে বসে থাকব না।’

ছুটির দিনে সিন্ডিকেট সভার ডাক, ‘অস্বাভাবিক’ বলছেন শিক্ষক ও …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির এমপি প্রার্থী ঝুমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ডুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদী …
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনোনয়ন ফরম তুললেন মডেল মেঘনা আলম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত ১
  • ২৮ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আট…
  • ২৮ ডিসেম্বর ২০২৫