ওসমান হাদি এখন আর শুধু নাম নয়, বর্তমান প্রজন্মের সাহসের প্রতীক: স্নিগ্ধ

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ AM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © সংগৃহীত

শরীফ ওসমান হাদি এখন আর শুধুমাত্র একটি নাম নয়, কিংবা কেবল ইনকিলাব মঞ্চের মুখপাত্র নন; তিনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসের প্রতীক বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, ‘তারা ভুলে গেছে আমরা সেই প্রজন্ম, যাদের একজনের ওপর গুলি চালালে আরও একশ জন সামনে এসে দাঁড়িয়ে যায়। জুলাই বিপ্লবে এই প্রজন্ম সেটি প্রমান করেছে। জুলাই বিপ্লবের সময় ক্ষমতায় থেকেও তারা সাঈদ মুগ্ধসহ ১৪০০ এর বেশি ছাত্রজনতাকে হত্যা করে আন্দোলন থামাতে পারেনি।’

আরও পড়ুন: হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

তিনি বলেন, ‘আজ তাহলে কীভাবে থামাবে। খুনি লীগ বাহিনীর রাজনৈতিক মৃত্যু জুলাই বিপ্লবের মধ্য দিয়েই হয়ে গেছে। আর এবার হাদি ভাইয়ের ওপর গুলি চালানোর মাধ্যমে তারা নিজেদের কবর নিজেরাই রচনা করেছে। ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের জনগণ একসঙ্গে তাদের শেষকাজ দাফনের কাজটাও সম্পন্ন করবে ইনশাআল্লাহ।’

মীর স্নিগ্ধ বলেন, ‘হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু খুনি লীগ বাহিনী জীবিত হোক বা মৃত এই দেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
চার দফা দাবিতে আজও শাহবাগ অবরোধ করবে ইনকিলাব মঞ্চ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’
  • ২৮ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
  • ২৮ ডিসেম্বর ২০২৫