বেগম জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবিতে দোয়া মাহফিল

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ PM
দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আব্দুল কুদ্দুছ

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আব্দুল কুদ্দুছ © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আসর নামাজের পর পবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে পবিপ্রবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট এ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ।

প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘দেশনেত্রীর অবনতিশীল শারীরিক অবস্থা জাতিকে ব্যথিত করেছে।’ তিনি দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, অনেকের কাছে তিনি জাতির অভিভাবকস্বরূপ। তার অসুস্থতায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষও গভীরভাবে উদ্বিগ্ন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁর দীর্ঘ সংগ্রাম স্মরণীয়। জাতীয় ঐক্য দৃঢ় রাখতে তাঁর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া পরিষদ পবিপ্রবি কর্মকর্তা ইউনিটের সভাপতি আবু বকর সিদ্দিক। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মো. আব্দুল কুদ্দুছ। দোয়া মাহফিলে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫