পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ PM
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন পবিপ্রবির শিক্ষার্থীরা

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন পবিপ্রবির শিক্ষার্থীরা © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) টানা ৩৪ দিনের আন্দোলনের অবসান ঘটেছে। একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় পৃথক দুটি ডিগ্রিকে একীভূত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

সভার আলোচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এএনএসভিএম অনুষদের অধীনে চলমান ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও অ্যানিমেল হাজবেন্ড্রি (বিএসসি এএইচ)—এই দুটি পৃথক ডিগ্রিকে একত্রিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালু করা হবে।

সিদ্ধান্ত ঘোষণার সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একাডেমিক কাউন্সিলের একটাই এজেন্ডা ছিল বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ। শতভাগ ভোটে এটি অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে এএনএসভিএম অনুষদে একক ডিগ্রি চালু হলো। প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে এটি যুগান্তকারী পদক্ষেপ।’

আরও পড়ুন: হাসিনার পতনের পরও শেখ পরিবার বিষয়ে পাঠদান বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে

তিনি শিক্ষার্থীদের আন্দোলন বর্জন করে ক্লাসে ফেরার আহ্বান জানান এবং দ্রুত নতুন একাডেমিক রূপরেখা তৈরির আশ্বাস দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এ যুগোপযোগী সিদ্ধান্তে আমরা আনন্দিত। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্ত থেকে আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। দীর্ঘ এক মাস বিশ্ববিদ্যালয়কে সমস্যায় ফেলার জন্য আমরা দুঃখিত।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা প্রথম আন্দোলন শুরু করে। পরে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। ৩১ আগস্ট এএনএসভিএম অনুষদে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫