তিন দফা দাবিতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় কৃষিবিদ ঐক্য পরিষদের বিক্ষোভ

৩১ আগস্ট ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয়

মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয় © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষিবিদ ঐক্য পরিষদ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেছে। আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয়। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না; কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‌‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থী মাহাদী হাসান তাহমিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃষিবিদরা তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা নিরপেক্ষ সমাধান আশা করেছিলাম। কিন্তু আমাদের নীরবতা ও শান্তিপূর্ণ আন্দোলনকে তারা দুর্বলতাভেবে ভুল করেছে। আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে।’ন

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫