হলের টাকা পরিবারে খরচ করা সেই হল প্রভোস্টকে অব্যাহতি

১২ আগস্ট ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
ড. মো. আশরাফুল আলম

ড. মো. আশরাফুল আলম © সংগৃহীত

হলের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে পারিবারিক কাজে ব্যয় করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের প্রভোস্ট ড. মো. আশরাফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. নাজমা সুলতানাকে। 

মঙ্গলবারের (১২ আগস্ট) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো  হয়েছে। 

এ বিষয়ে অব্যাহতি  পাওয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘সকালে উপাচার্য (ভিসি) আমাকে ডেকে নিয়ে হলের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে পারিবারিক কাজে লাগানোর ব্যাখ্যা চেয়ে লিখিত দিতে বলেছেন। আমি লিখিত দিয়েছি। ভিসি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এ ছাড়া আমি আর কিছু জানি না।

এর আগে কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে গত বছর ৫ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়। যার মেয়াদ ছিল দুই বছর। কিন্তু দায়িত্ব গ্রহণের পরই তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সর্বশেষ গত ২৯ জুলাই তিনি জনতা ব্যাংকের কুয়েট কর্পোরেট শাখা থেকে একসঙ্গে ৩৪ লাখ টাকা উত্তোলন করেন। যে টাকা তার পারিবারিক কাজে তথা জমি কিনে বাড়ি করার কাজে লাগানো হয় বলে অভিযোগ ওঠে।  

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫