গোবিপ্রবিতে ঈদে আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের গরু কোরবানি

০৫ জুন ২০২৫, ০১:২৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:৩৯ PM
আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের লোগো

আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের লোগো © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় বাসায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালনকারী সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের পক্ষ থেকে গরু কুরবানি করার ঘোষণা করা হয়েছে। আজ (৫ জুন) সকাল ৬ টার দিকে কুরবানির বিষয়টি ক্লাবটির পক্ষ থেকে ঘোষণা করা হয়। 

তাদের পক্ষ থেকে বলা হয়, ‘পবিত্র ঈদুল আজহায় অনেকেই বাসায় না গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঈদ পালন করবেন। তাদের ঈদ আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।  এখানে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য আমরা আয়োজন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।’

এ বিষয়ে ক্লাবের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী তাসনীম বিল্লাহ বলেন, ‘অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার জন্য ঈদে বাসায় যায় না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তার দায়িত্বে সহ বিভিন্ন দায়িত্বে থাকার কারণে পরিবার ছেড়ে ঈদের দিনেও ক্যাম্পাসে কাটাবেন। এই সকল মানুষদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য আমরা গরু কুরবানি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ঈদুল আজহার যে ত্যাগের বিনিময়ে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি হয় তা সবার মাঝে ছড়িয়ে পড়বে। আমরা এই মাতৃত্বের ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করছি।’

বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন অসহায় পরিবারকেও সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারপাশে অনেক পরিবার আছে যারা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসে। মানবতার অংশ হিসেবে সে সকল গরিব পরিবারের জন্য আমাদের আয়োজন আছে। আমরা তাদের মাঝেও ঈদুল আজহার খুশী ভাগাভাগি করে নিব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য বেশী বেশী দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে সবার জন্য আরও ভালো ভাবে কাজ করতে পারি।’

উল্লেখ্য আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক সংগঠন। তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। তারা শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ, ইসলামিক বিভিন্ন আলোচনা, ভর্তি পরিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র, বৃক্ষ রোপণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫