কারণ দর্শানোর নোটিশ: কুয়েট প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক

১৩ মে ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৭:৪৫ AM
বৈঠকের সময় ভিসির পিএস রুমে শিক্ষার্থীরা

বৈঠকের সময় ভিসির পিএস রুমে শিক্ষার্থীরা © টিডিসি

‎‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ভিসি ড. মুহাম্মাদ মাসুদ কর্তৃক গঠিত হওয়া তদন্ত কমিটির রিপোর্টকে প্রহসনমূলক আখ্যায়িত করে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবিতে কুয়েট প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষার্থীরা।

‎আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন শিক্ষার্থীরা। এ সময় তারা সাবেক ভিসি কর্তৃক গঠিত হওয়া তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শোকজ নোটিশ প্রত্যাহারে ‘মাসুদবাদীর তদন্ত, মানি না মানব না’; ‘প্রহসনের তদন্ত, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

‎পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. হযরত আলী, সব বিভাগের ডিন, রেজিস্ট্রার ও ডিএসডব্লিউর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা।

আরও‎ পড়ুন: ডাকসু ইস্যুতে যেসব প্রস্তাবনা উঠে এলো ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে

‎বৈঠকে অংশগ্রহণ করা এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তদন্ত কমিটি এবং তাদের রিপোর্টের ওপর আমাদের অনাস্থা তুলে ধরেছি এবং আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে বিচার করার দাবি জানিয়েছি।’

‎প্রশাসনের অবস্থান কী ছিল জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটির ব্যাপারে লিখিতভাবে অনাস্থা প্রকাশ করার জন্য বলা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ফুটবলে দিনের সব ম্যাচ স্থগিত, বাফুফের…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএআইইউএসটিতে বিজনেস উইক ২০২৬ ঘোষণা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আসনে নির্বাচন নিয়ে যা জানাল ইসি
  • ৩০ ডিসেম্বর ২০২৫
দাঁড়িপাল্লা-হাতপাখা তিক্ততা সামনে এনে স্ট্যাটাস দিলেন মুফতি…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এই দেশ ও মানুষই ছিল আমার মায়ের পরিবার-সত্তা-অস্তিত্ব: তারেক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির ইচ্ছা ছিল—নির্বাচনের আগে খালেদা জিয়ার দোয়া নেবেন
  • ৩০ ডিসেম্বর ২০২৫