শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যশোর আর্মি মেডিকেল কলেজ, পদ ৪৮, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

২৪ অক্টোবর ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০৫:১৮ PM
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে যশোর আর্মি মেডিকেল কলেজে

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে যশোর আর্মি মেডিকেল কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর আর্মি মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ নভেম্বরের মধ্যে সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ যশোর;

পদের নাম: উপাধ্যক্ষ;

পদসংখ্যা: ১টি;

পদের নাম: অধ্যাপক, সহযোগী বা সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ১৭টি;

পদের নাম: লেকচারার;

পদসংখ্যা: ৯টি;

পদের নাম: রেজিস্ট্রার;

পদসংখ্যা: ৭টি;

পদের নাম: সহকারী রেজিস্ট্রার;

পদসংখ্যা: ৩টি;

পদের নাম: কর্মচারী (বিভিন্ন পদে);

পদসংখ্যা: ১১টি;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ৪০, আবেদন সরাসরি-ডাকযোগে

প্রার্থীর বয়স—

উপাধ্যক্ষ বা অধ্যাপক অনূর্ধ্ব ৬০, সহযোগী অধ্যাপক অনূর্ধ্ব ৫৫, সহকারী অধ্যাপক অনূর্ধ্ব ৫২, রেজিস্ট্রার ৩৫, সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক ৩৫ বছর ও কর্মচারীদের সব পদে অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা www.amcj.edu.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবদেন ফরম পূরণের পর সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদনপত্রসহ সব কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ উপাধ্যক্ষ/অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ১০০০ টাকা, রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার/প্রভাষক পদের জন্য ৫০০ টাকা এবং কর্মচারীদের সব পদের জন্য ৩০০ টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

আর্মি মেডিকেল কলেজ যশোর, যশোর সেনানিবাস বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ নভেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।

সূত্র: যশোর আর্মি মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫