অভিজ্ঞতা ছাড়াই ৫ লাখ টাকা আয়—ড. ইউনুসের ছবি দিয়ে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ PM
বিজ্ঞাপনটি ভুয়া

বিজ্ঞাপনটি ভুয়া © টিডিসি সম্পাদিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ছবি ও ভিডিও প্রচার করে বলা হচ্ছে, অভিজ্ঞতা ছাড়াই সপ্তাহে প্রায় ৫ লাখ টাকা আয় করা সম্ভব।

ভিডিও বিজ্ঞাপনের সঙ্গে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে। তাতে ক্লিক করলে 'বাংলা নিউজের' ওয়েবসাইট সাদৃশ্য একটি ওয়েব পেজ ওপেন হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ইতোমধ্যে হাজার হাজার বাংলাদেশি এতে যোগ দিয়েছে। এতে ড. ইউনুসের নামে বেশ কিছু 'বক্তব্য' যুক্ত করা হয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাস অনুসন্ধান করে দেখেছে ওয়েব পেজটি ভুয়া। sorvatjeit.com নামে ডোমেইন রেজিস্ট্রেশন করা, যা মাত্র পাঁচদিন আগে (১৭ সেপ্টেম্বর) কেনা হয়েছে। তাদের ওয়েব পেজটিও স্ট্যাটিক পেজ। এই পেজগুলোর কন্টেন্ট সাধারণত অপরিবর্তিত থাকে এবং সব ব্যবহারকারীর জন্য একই রকম প্রদর্শিত হয়।

ভুয়া ওয়েবসাইটের তথ্য

 

পাশাপাশি প্রধান উপদেষ্টার ছবি সম্পাদিত এবং ভিডিও কৃত্রিমভাবে তৈরি করা, ভিডিওর ভাষাও হিন্দি। তবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা হিন্দি ভাষায় এমন কোনো সাক্ষাৎকার দেননি।

এছাড়া প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক, সোনালি ব্যাংক এবং আরেকটি বেসরকারি ব্যাংককে সংযুক্ত করে যেসব বক্তব্য লেখা হয়েছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫