বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এপোলোর বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ PM
 এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) ও মাহমুদুর রহমান

এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) ও মাহমুদুর রহমান © টিডিসি সম্পাদিত

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো)-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলার অন্য আসামি লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফ।  

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর প্রথম আলোর কলাম লেখক এএফএম রাশেদুল হক (মারুফ মল্লিক) তার ফেসবুক আইডি থেকে ‘প্রথম আলো অফিসে হামলায় আমার দেশের জড়িত থাকার সম্ভাবনা’ বিষয়ে পোস্ট দেন। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এপোলো। ঢাকার তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থানকালে বাদী (মাহমুদুর রহমান) আসামিদের ফেসবুক পোস্ট দুটি সম্পর্কে জানতে পেরে হতবিহ্বল হয়ে পরেন। 

এতে আরও বলা হয়, আসামিদের এই জঘন্য মিথ্যাচারের কারণে বাদী ও তার দৈনিক আমার দেশ পত্রিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলা-কুশলী ও ব্যক্তিদের মানহানির কারণ হয়েছে এবং তাদের ব্যাপারে জনমনে শত্রুতা, ঘৃণা, অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি করেছে। 

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫