প্রেমিকা নিয়ে রেস্তোরাঁয় এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

গ্রেফতার মো. ইমন

গ্রেফতার মো. ইমন © টিডিসি ফটো

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের এক রেস্তোরাঁ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

জানা যায়, আটক ইমন পটিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। গ্রেফতারকৃত ইমন বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের পুত্র।

পুলিশ সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইমন। শনিবার দুপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইমনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫