মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM
গ্রেপ্তার মো. শাহীন মিয়া

গ্রেপ্তার মো. শাহীন মিয়া © সংগৃহীত

মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানি এড়াতে বিএনপিতে যোগদানের পরদিন গ্রেপ্তার হলেন সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়া। আজ সোমবার (২২ ডিসেম্ববর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটক মো. শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

জানা যায়. মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতে গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দেন মো. শাহীন মিয়া। এসময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলে অংশ নিয়ে স্লোগান দি‌তে দেখা যায় শাহীনকে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম বলেন, শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে বিস্তারিত পরে জানানো হবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫