এনসিপি নেতাকে গুলির ঘটনায় আটক সেই নারীর পরিচয় জানা গেল

২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ PM
আটককৃত নারী ও গুলিবিদ্ধ এনসিপি নেতা

আটককৃত নারী ও গুলিবিদ্ধ এনসিপি নেতা © সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় এক নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন।

জানা গেছে, আটক হওয়া ওই নারীর নাম তনিমা ওরফে তন্বী। যদিও পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে, স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তনিমা যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে ১নং যুগ্ম সদস্যসচিবের পদ পান তনিমা।

আটকের বিষয়ে খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন গণমাধ্যমকে বলেন, তদন্তের স্বার্থে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। আটক নারীকে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত করণীয় শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: খুলনার এনসিপি নেতাকে গুলি অন্তর্কোন্দলে: পুলিশ

এর আগে, গত সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গার সবুজবাগ এলাকার একটি বাসায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলির ঘটনাস্থলে পাওয়া গেছে মাদক ও নারীর আলামত। বাসাটি তন্নী ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে গত নভেম্বর মাসে ভাড়া নেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। ঘটনার পরপরই ওই বাসার ভাড়াটিয়া তন্বী ও তার স্বামী আত্মগোপন করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেছিলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে স্থানীয়রা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার মাথার সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের দিকের একটি বাসার ভেতরে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

 

 

মাহফুজ আলমের ভাই মাহবুবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুনতাসীরের
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ইউজিসির প্রস্তাবিত নীতির কারণে বেসরকারি উচ্চশিক্ষা খাত সংকট…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবির ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণের সময় তিন দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নৌবাহিনীতে বেসামরিক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০১, আবেদন মাধ্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫