খুলনার এনসিপি নেতাকে গুলি অন্তর্কোন্দলে: পুলিশ

২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ PM
এনসিপি নেতা মোতালেব শিকদার

এনসিপি নেতা মোতালেব শিকদার © সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গার সবুজবাগ এলকার একটি বাসায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তর্কোন্দলের সূত্র ধরে এই গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলির ঘটনাস্থলে পাওয়া গেছে মাদক ও নারীর আলামত। বাসাটি তন্নী নামের এক যুবতী ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে গত নভেম্বর মাসে ভাড়া নেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। ঘটনার পরপরই ওই বাসার ভাড়াটিয়া তন্নী ও তার স্বামী আত্মগোপন করেন।

ঘটনাস্থলে যে রুমে গুলির ঘটনা ঘটেছে সেখানে তল্লাশি করে পাওয়া গেছে বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত। এছাড়া রুমের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোসা। ধারনা করা হচ্ছে ওই বাসায় মাদক ও নারীদের আড্ডার সুত্র ধরে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাৎক্ষণিক বক্তব্যে পুলিশ জানায়, গতকাল রাতে তিনজন বাসাটিতে এসেছিল। আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি। এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। এছাড়া বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসতো। এ ধরনের অপকর্ম ওরা জড়িত ছিলো তারা। ধারণা করা হচ্ছে অন্তর্কোন্দলের সূত্র ধরে গুলি করা হয় এই এনসিপি নেতাকে।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে স্থানীয়রা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তার মাথার সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। নগরের সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের দিকের একটি বাসার ভেতরে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫