গৃহবধুর গোসলের ভিডিও ধারণ করে প্রচার, গ্রেপ্তার ৩

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ AM
গ্রেপ্তার হওয়া ৩ যুবক

গ্রেপ্তার হওয়া ৩ যুবক © টিডিসি ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধুর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে পর্নোগ্রাফি মামলায় তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। 

সোমবার (২২ ডিসেম্বর) আটককৃতদের পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসদরের চরহোসেনপুর এলাকার মানিক মিয়ার পুত্র আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), সুজন মিয়ার পুত্র শরীফ মিয়া (১৫) এবং নিতাই দেবনাথের পুত্র তুর্জয় দেবনাথ (১৭)।

আরও পড়ুন: এনসিপির নেতা গুলিবিদ্ধের ঘটনায় সন্দেহভাজন যুবশক্তির নেত্রী আটক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধু নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অন্যের কাছে শেয়ার করা হয়।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধু ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার চরহোসেনপুর এলাকা থেকে তিনজনকে আটক করে এবং পরে তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ‘ভুক্তভোগী গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে একটি পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫