স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

১৬ আগস্ট ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করছেন  তাইফুল ইসলাম

ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করছেন তাইফুল ইসলাম © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করে প্রতীকী আনন্দ উদযাপন করেছেন স্বামী তাইফুল ইসলাম (৪৫)। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার ১২ বছরের সংসার ছিল তাইফুলের। তবে দাম্পত্য জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।  এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল ৪টার দিকে তাইফুল ইসলাম তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পরেই বাড়ির গেটের সামনে বালতি ভর্তি পানি মিশ্রিত দুধ দিয়ে  তিনি ও তার ছেলে মিনহাজ শেখ (১০) প্রকাশ্যে গোসল করেন।

তাইফুল ইসলামের দাবি, গত ১২ বছর তারা বাবা-ছেলে নানা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। স্ত্রীকে তালাক দিয়ে সেই কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাই, আনন্দের প্রকাশ হিসেবে তারা দুধ দিয়ে গোসল করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। 

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫