পঞ্চগড় সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ PM
পঞ্চগড় সীমান্তে বিজিবি কর্তৃক ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ 

পঞ্চগড় সীমান্তে বিজিবি কর্তৃক ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ  © টিডিসি ফটো

পঞ্চগড় সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অধীনস্থ ঘাগড়া বিওপির বিশেষ টহল দল হাবিলদার আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সীমান্ত পিলার ৭৫৪/২ -এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার সিজার মূল্য ১১ হাজার ৬শত টাকা বলে বিজিবির তরফ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন : এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫