হাদিকে এক বান্ডেল টাকা দেওয়ার ঘটনায় যা বললেন ব্যক্তি

২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ AM
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার এক দিন আগে, ৮ ডিসেম্বর তাকে টাকা দিয়েছেন একজন ব্যক্তি। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি পুরো অনুভূতিটা সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না।

তিনি বলেন, হাদির সঙ্গে শুক্রবার রাতে দেখা হওয়ার কথা ছিল। ‘তার (হাদি) আমাকে বলা হয়েছিল, আপনি আমার সেন্টারে আসেন। কিন্তু আমি অনভিপ্রেত কারণে বৃহস্পতিবার যেতে পারিনি। পরে আমি ফেনী যাওয়ার পথে রাস্তায় হাদির সঙ্গে দেখা হলে আমি ঠিক করলাম যা পকেটে আছে, তা তাকে দিয়ে দিই। এরপর সকালেই শুক্রবার রাতে তার সেন্টারে দেখা হবে। বিষয়টি মাসুদ ভাইয়ের কাছে জানানো হয়েছিল।’

আরও পড়ুন: মৃত্যুর আগে তরুণদের ক্যারিয়ার নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন হাদি

তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় হাদি আমাকে ফোন করে বলেন, ‘চিন্তা কোরো না, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। লোকজন উল্টাপাল্টা কথা বললেও টেনশন পেও না।’

কিছু প্রশ্ন আসছে কেন তিনি হাদিকে টাকা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি জামায়াতের বাইরে যে কয়েকজনকে খুব ভালোবাসি, তাদের মধ্যে হাদিএকজন। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক ছিল আন্দোলনকালীন সময়ের। জুলাই আন্দোলনের সময় আমি জেলেও ছিলাম, সে তখন আমার জন্য প্রতিবাদ জানিয়েছিল।’

এই ব্যক্তি হাদিকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ওর মৃত্যুতে আমি আমার ভাই হারালাম। আল্লাহ তার আত্মাকে কবুল করুন। জাযাকাল্লাহ ভাই, ধন্যবাদ। আমরা আদর্শ লালন করে একটি প্রতিষ্ঠান গড়তে চাই।’

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫