ভ্যান থেকে নামিয়ে নির্জন স্থানে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চালকের বিরুদ্ধে

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
গ্রেপ্তারকৃত ভ্যানচালক

গ্রেপ্তারকৃত ভ্যানচালক © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানে করে মাদ্রাসায় যাওয়ার সময় এক ছাত্রাকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। অভিযুক্ত ভ্যান চালক শাকির হোসেন (৩৬) কে রবিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকির হোসেন উপজেলার হাসানপুর গ্রামের জাফের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মাদ্রাসাছাত্রী ঝাউদিয়া একটি মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে শাকির হোসেনের ভ্যানযোগে ওই ছাত্রী মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভ্যান থেকে নামিয়ে ঝাউদিয়ার একটি গোরস্থানের নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভ্যানচালক শাকির হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য মাদ্রাসাছাত্রীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে মাদ্রাসায় পৌঁছে দেয়।

এ বিষয়ে মাদ্রাসাছাত্রী ভয়ে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে ফিরে তার পরিবারের কাছে বিষয়টি জানায়। শনিবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার দুপুরে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক শাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫