হাদির ওপর হামলাকারী দুই সন্দেহভাজনের পাসপোর্ট ব্লক, অবস্থান শনাক্ত হয়নি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুইজনের পাসপোর্ট ব্লক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

পাসপোর্ট ব্লক করা ব্যক্তিরা হলেন ফয়সল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ। সন্দেহভাজন এই দুইজন দেশত্যাগ করতে না পারার জন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে তাদের দুজনের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

অন্যদিকে আটক হয়েছেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র‌্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এই অভিযানে হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, চিকিৎসকরা বলছেন, ‘উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি’

পুলিশ জানিয়েছে, শেরপুর থেকে আটক দুজন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ লোক পারাপার চক্রের সদস্য। তাদের সন্দেহ করা হচ্ছে, হাদির ওপর হামলাকারী ব্যক্তিকে সীমান্ত দিয়ে ভারতে পাঠাতে চেয়েছিল।

ডিএমপি মিডিয়া সেন্টারে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনার পরপরই তদন্তে নামে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে দুজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। হামলায় জড়িতদের গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
মান্না আউট, চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হলেন মাহফুজ আলমের ভাই মাহবুব
  • ২৯ ডিসেম্বর ২০২৫