আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২৫, ০৬:১৯ PM
গ্রেপ্তার যুবলীগের দুই সদস্য

গ্রেপ্তার যুবলীগের দুই সদস্য © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আওয়ামী যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার হয়েছেন। আখাউড়া থানার উদ্যোগে চলমান ‘কোয়ালিটি অ্যারেস্ট’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকার মৃত নোয়াজ আহাম্মেদ মুন্সীর পুত্র শেখ সাদী (২২) এবং একই এলাকার মৃত আলী আহাম্মদ মিয়ার ছেলে আদেল মাহমুদ রাজু (৪৩)। দুজনই মোগড়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫