ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে গ্রেপ্তার আপ বাংলাদেশের নেতাসহ ৩

১১ নভেম্বর ২০২৫, ১২:২১ PM
গ্রেপ্তারকৃত ৩ জন

গ্রেপ্তারকৃত ৩ জন © সৌজন্যে প্রাপ্ত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পার্শ্ববর্তী পার্কভিউ হাসপাতাল থেকে প্রকাশ্যে ছাত্রলীগের এক নেতাকে তুলে নিয়ে যায় রাউজানে। সেখানে আটক রেখে মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার দিন ভুক্তভোগীর বাবা মো. জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল আহাদ আশরাফুল (২৯), আবু তারেক মোহাম্মদ আসিফ। (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)। গ্রেপ্তার দুজনের পরিচয় ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফ। মামলার প্রধান আসামি মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদর (৩২) ও আমিমুল এহসান ফাহিম (২৫) পলাতক রয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রবিবার রাতে পার্কভিউ হাসপাতাল থেকে টেনে-হিঁচড়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মাহমুদ ফাহাদকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ফয়সাল বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত। তাকে তুলে নেওয়ার পর রাউজানের গহিরা এলাকার একটি পরিত্যক্ত ভবনে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ৯ নভেম্বর রাত আটটার দিকে ফয়সাল তার মাকে চিকিৎসা করাতে পার্কভিউ হাসপাতালে যান। হাসপাতালের চতুর্থ তলায় অবস্থানকালে আসামিরা প্রকাশ্যে তাকে কিলঘুষি মেরে টেনে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর তারা মানিব্যাগে থাকা দুই হাজার টাকা নেয় এবং পরদিন সকালে ফয়সালকে বিভিন্ন এটিএম বুথে নিয়ে গিয়ে ডাচ্ বাংলা ব্যাংক থেকে ১৮ হাজার টাকা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে দুই ধাপে ৪০ হাজার টাকা তুলতে বাধ্য করে। পরে চকবাজার প্যারেড মাঠে ফেলে রেখে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তদন্তে অপহরণের সত্যতা মিলেছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এদিকে, গত ১১ নভেম্বর চট্টগ্রামে পার্কভিউ হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করার ঘটনায় আপ বাংলাদেশের ফেসজবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানায়, আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক আবুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকেও অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগ নেতাকে আটক করে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ না করে নিজেদের হেফাজতে রেখে তার পরেরদিন থানায় সোপর্দ করার ঘটনায় আপ বাংলাদেশ তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকে দল থেকে বহিষ্কার করে। 

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার অধিকতর তদন্ত করে কেন্দ্রের নিকট পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদকে প্রধান করে এবং চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর ও সদস্য সচিব মাহী চৌধুরীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিকে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মূখপাত্র শাহরিন সুলতানা ইরা।

অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫