প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৫, ০৪:২৯ PM
আশরাফুল ইসলাম

আশরাফুল ইসলাম © সংগৃহীত ছবি

নওগাঁয় প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখানোর অপরাধে পর্নোগ্রাফি মামলায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১০ নভেম্বর) ভোরে শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চক গোবিন্দপুর গ্রামের রহমত আলীর ছেলে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী গৃহবধু বগুড়া জেলার আদমদীঘি থানার বাসিন্দা। স্বামী সিংগাপুর প্রবাসী। তিনি প্রতিমাসে স্ত্রীর কাছে মোবাইলে বিকাশের মাধ্যমে ৮০-৯৫ হাজার টাকা পাঠাতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৬ মাস আগে আশরাফুল ইসলামের সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভুক্তভোগী গৃহবধুর পরিচয় হয়। আশরাফুল এর সাথে মেসেঞ্জারে তিনি অডিও কলে কথা বলতেন। এক পর্যায়ে গৃহবধুকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করে। এরপর থেকে তারা ভিডিও কলে কথা বলতেন। কথা বলার এক পর্যায়ে ওই গৃহবধুর অশ্লীল ছবি স্কীনসর্ট নিয়ে রাখে। পরবর্তীতে গৃহবধুকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে। এছাড়াও অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনেরও কুপ্রস্তাব দেয়। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রমোশন-মানোন্নয়নে নতুন নিয়ম চালু

এরপর গৃহবধু কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেয়া হয়। অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে আশরাফুলকে টাকা দিতে থাকে। কিন্তু অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে গত ৬ মাসে বিভিন্ন সময়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা নেয় আশরাফুল। এক পর্যায়ে গৃহবধুর টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে জানায়। এতে আশরাফুল ক্ষিপ্ত হয়ে গৃহবধুকে টাকার চাপ দিতে থাকে এবং অশ্লীল ভিডিও ও ছবি তার আত্মীয় স্বজন ও স্বামীকে দিবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে সে টাকা দিতে ব্যর্থ হওয়ায় আশরাফুল অশ্লীল ভিডিও ও ছবি তার স্বামীর ইমো নাম্বারে পাঠিয়ে দেয় এবং সংসারে অশান্তি সৃষ্টি করে। এ ঘটনায় গৃহবধু গতকাল রোববার নওগাঁ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ অভিযান পরিচালনা করে সোমবার ভোরে শহরের বরুনকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঢাবির হলে বহিরাগত থাকলে ব্যবস্থা নিতে নির্দেশ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতির মৃত্যু
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাতে এভারকেয়ারে তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠরা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন দাখিলকালে কর্মী গ্রেপ্তার
  • ২৯ ডিসেম্বর ২০২৫