আশুলিয়ায় সড়কে পার্কিং করা বাসে আগুন

১২ নভেম্বর ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০২:৫১ PM
আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন © সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আলিফ পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (১২ নভেম্বর) সকালে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৩টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে যায়।  

আরও পড়ুন: ‘ইঞ্জিন ত্রুটিতে’ প্রাইভেট কারে আগুন, নিজের নামে চালাল ছাত্রলীগ

বাসের চালক আব্দুস সাত্তার বলেন, ‘গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে আমি চিল্লানি দিলে তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার হাঁটুতে আঘাত পাই।'

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, ‘খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোনো খবর পাইনি।'

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি কামাল হাওলাদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হেলমেট পরিহিত দুই ব্যক্তি মটরসাইকেলে এসে গাড়িতে আগুন দেয়। এ বিষয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আমাদের কয়েকটি টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারবো। 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫