রাজশাহীতে নিখোঁজের ৫দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

২৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬ PM
 নিখোঁজ স্কুলছাত্রী

নিখোঁজ স্কুলছাত্রী © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় অপহরণের পাঁচ দিন পরও স্কুলছাত্রী অরণী আক্তার আঁখিকে (১৫) উদ্ধার করা সম্ভব হয়নি। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আঁখি অপহরণের শিকার হয়।

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া পোড়াদহ ব্রিজের সংলগ্ন পুঠিয়া-তাহেরপুর সড়কে এই ঘটনা ঘটে। অপহরণের শিকার স্কুলছাত্রী আঁখি উক্ত ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের ওমান প্রবাসী আলতাব হোসেনের মেয়ে।

জানা গেছে, গত রবিবার সকাল ৭টার সময় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পুঠিয়া-তাহেরপুর সড়কের পোড়াদহ ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বড়বড়িয়া গ্রামের আব্দুলের ছেলে সেলিম (২৪) ও তার সহযোগী একই গ্রামের মৃত সোবহানের ছেলে তাইজুল ইসলাম, রেজাউলের ছেলে শুভসহ ৬ জন মিলে একটি মাইক্রোবাসে জোরপূর্বক আঁখিকে অপহরণ করে নিয়ে যায়।

পরে আঁখির মা শিরিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, আসামিদের আটকে চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দুই-এক দিনের মধ্যে আসামি আটকসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে।

 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫