১০৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার © টিডিসি ফটো

পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুইটি পৃথক অভিযানে ১০৬ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে দুইজন এবং পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে একজনকে আটক করে ডিএনসির জেলা কার্যালয়ের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন — পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কবির গাজী (৪২), জেলা শহরের জুয়েল তালুকদার জুলহাস (৩৮) এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের আরিফ গাজী ওরফে খালেক (২৮)।

ডিএনসির সদস্যরা জানান, পায়রা সেতু সংলগ্ন এলাকায় গ্রেপ্তার কবির গাজীর কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) ও জুয়েল তালুকদারের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুমকি থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে।

আরও পড়ুন: একাদশে শেষ ধাপে ভর্তি শুরু আজ, সুযোগ পাচ্ছেন যারা

অন্যদিকে, পৌর শহরের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আরিফ গাজীর কাছ থেকে ৫৬ পুরিয়া হেরোইন (১৫ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে। এসময় তাদের থেকে মোবাইল ফোন ও যাত্রী টিকেটও জব্দ করা হয়েছে।

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশীদ বলেন, ‘গ্রেফতারকৃতরা নিয়মিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫