টঙ্গীতে রাত সাড়ে ১১টার মধ্যে দোকান বন্ধের উদ্যোগ পুলিশের

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ PM
টঙ্গী পূর্ব থানা

টঙ্গী পূর্ব থানা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
 
পুলিশ জানায়, টঙ্গী শিল্পাঞ্চলের অলিগলি ও সড়কের পাশের চায়ের দোকানগুলো রাত গভীর পর্যন্ত খোলা থাকে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় অপরাধীরা। আড্ডার ফাঁকে মাদক কারবার, ছিনতাই কিংবা অন্যান্য অপরাধ সংঘটিত করে তারা হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
 
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নিচে ও ওপরসহ বিভিন্ন এলাকায় চায়ের দোকান ঘিরে অপরাধপ্রবণতা বাড়ছে। রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ হলে রাস্তাঘাট ফাঁকা থাকবে। এ সময়ে কোনো অপরাধ ঘটলে সহজেই নজরে আসবে এবং ভিড়ের আড়ালে অপরাধীরা পালাতে পারবে না।
 
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধের চেষ্টা চালায়। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই চালু থাকবে।
 
পুলিশের ধারণা, দোকানপাট বন্ধের পাশাপাশি রাতে নিয়মিত টহল জোরদার, সিসি ক্যামেরার কার্যকারিতা বৃদ্ধি এবং পর্যবেক্ষণ বাড়ালে টঙ্গীতে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫