নিশ্ছিদ্র-নিরাপত্তায় ডাকসু

সাদা পোশাকে ২১০০ পুলিশ, ইউনিফর্মে ২০০০, থাকছে র‌্যাব-সোয়াট টিমও

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ PM
ডাকসু নির্বাচন ও ডিএমপি লোগো

ডাকসু নির্বাচন ও ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ইউনিফর্মে থাকছে ২ হাজার পুলিশ। আর থাকছে র‌্যাব-সোয়াট টিমের সদস্যরাও। 

এদিকে ডাকসু নির্বাচনে ক্যাম্পাসসহ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তায় পোশাকে থাকবে ২ হাজার ১০০ পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে ২ হাজারের মতো পুলিশ। এ ছাড়াও ভোর থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সহায়তায় থাকবে র‌্যাব ও সোয়াদ টিমের সদস্যরা।

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টিতে ভোট দিতে হবে।

 

ট্যাগ: ডাকসু
ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫