ভুয়া চিকিৎসক আটক, তিন মাসের কারাদণ্ড

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ PM
ভুয়া চিকিৎসক আটক

ভুয়া চিকিৎসক আটক © টিডিসি ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে ভুয়া চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে কাজল নাথ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোড এলাকার দেব নাথ ফার্মেসিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এ দণ্ড প্রদান করেন।

কাজল নাথ নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার প্রেমানন্দ নাথের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের শান্তিপাড়া এলাকায় চেম্বার খুলে রোগী দেখছিলেন। তবে বৈধ চিকিৎসা সনদ বা অনুমোদনপত্র দেখাতে না পারায় এবং তাঁর সেবায় রোগীর স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ভোট গণনা দেখানো হবে এলইডি স্ক্রিনে

অভিযানকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ খান এবং স্যানিটারি ইনস্পেক্টর আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কাজল নাথ এর আগেও একাধিকবার ভুয়া চিকিৎসক হিসেবে জেল ও জরিমানার শিকার হয়েছেন।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫