তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের আয়োজক ওমর ফারুকসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ PM
গ্রেপ্তার আটজন

গ্রেপ্তার আটজন © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারক ব্যক্তিরা হলেন কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২) এ টি এম ওমর ফারুক ও মো. সজিব খান (৩১)। 

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান, রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কে করে ডিবি তেজগাঁও বিভাগ।

আরও পড়ুন: দুই হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবর্তন আসছে

রাত ১টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর নূরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ টি এম ওমর ফারুককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. সজিবকে গ্রেপ্তা করে।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫