বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ

অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম কলিমউল্লাহর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য বুধবার দিন ধার্য হলে তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে কলিমউল্লাহর আইনজীবী শাহনাজ সুমি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ এককভাবে পরিচালিত হয় না। সবকিছু নিয়মনীতি মেনেই হয়েছে। কোনও টাকা আত্মসাৎ করা হয়নি। তাছাড়া তিনি একজন বয়সভিত্তিক অসুস্থ ব্যক্তি।"

অন্যদিকে, দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বলেন, ‘দুদকের মামলা হঠাৎ করে হয় না। দীর্ঘ অনুসন্ধান ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতেই মামলা হয়।’ উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিনই তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটির বেশি টাকার চুক্তি, নিরাপত্তা জামানতের অর্থ থেকে এফডিআর করে ঠিকাদারকে ঋণ দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম করেছেন।

এছাড়া অগ্রিম বিল প্রদান, বিল সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্তকরণ, সরকারি ক্রয় বিধি লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও দরপত্র মূল্যায়নে অবহেলার অভিযোগও আনা হয়েছে।

ট্যাগ: বেরোবি
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জাতির সামনে তুল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫