রাজশাহীতে সাবেক এসআই ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২৪ আগস্ট ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসান

এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসান © সংগৃহীত

রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকা থেকে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ‘ডিবি হাসানকে’ গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে নগরীর ভাড়া বাসা থেকে তাকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, মাহবুব হাসানকে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আহত থাকায় চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব হাসান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সদস্য। গত বছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলা। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার ২০২৩ সালের ২২ আগস্ট মামলাটি দায়ের করেছিলেন।

এ ছাড়া মামলা-হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বছর তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫