ডিবির অভিযানে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:৩৫ PM
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গ্রেপ্তার ছয় নেতাকর্মী

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গ্রেপ্তার ছয় নেতাকর্মী © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), ঢাকা হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী  লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড  ছাত্রলীগের কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।

আরও পড়ুন: কারা হচ্ছেন ছাত্রদলের ডাকসুর প্রার্থী, তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যা জানা যাচ্ছে

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মো. শফিকুল ইসলামকে ওয়ারী থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। রাত ১১টার দিকে অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো. রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

অপর দিকে রাত পৌনে ১২টার দিকে আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেপ্তার করে ডিবি সাইবার টিম। একই দিন রাত সাড়ে ১০টার দিকে অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে এক অভিযানে মো. শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫