অনুমোদনহীন সিসা কারখানায় চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড

০৪ জুলাই ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৪ PM
মাঝে গ্রেপ্তার ৬ জন

মাঝে গ্রেপ্তার ৬ জন © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সিসা গলানোর কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং অনুমোদনহীন কারখানা পরিচালনার অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় অবৈধভাবে একটি সিসা গলানোর কারখানা পরিচালনা করা হচ্ছিল, যার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। সিসা গলানোর কারণে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছিল।

অভিযানকালে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালামাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের দণ্ড প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুমোদনহীনভাবে এমন কারখানা পরিচালনা আইনত দণ্ডনীয় এবং পরিবেশের জন্য চরম হুমকি। ভবিষ্যতে এই ধরনের অননুমোদিত কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, প্রতি আসনে আছে বিকল্প প…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
'প্রতিশ্রুতি লঙ্ঘন' করে এনইআইআর চালুর ঘোষণার অভিযোগ ব্যবসায়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এবার ধলা হুজুরকে আসন ছেড়ে যা বললেন জামায়াত প্রার্থী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমিরকে বহিষ্কার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সময়ের ভেতর মনোনয়ন জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন প্রার…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আরও বড় সেক্রিফাইস করতে রাজি, হাসনাতকে আসন ছেড়ে যা বললেন জা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫