বিপিএলে প্রথম হ্যাটট্রিক রানার

২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ PM
মেহেদী হাসান রানা

মেহেদী হাসান রানা © সংগৃহীত

এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন মেহেদী মিরাজ। কিন্তু শেষ দিকে এসে ফিরতে বাধ্য হন তিনি। ৩৭ বলে ৩৩ রান করার পর মেহেদী হাসান রানার বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্বাগতিক অধিনায়ক। 

মিরাজকে ফেরানোর পরের বলেই নাসুম আহমেদকে এলবিডব্লিউ করে বিদায় দেন এই পেসার। পরের ডেলিভারিতেই আরও চমক দেখান। হ্যাটট্রিক বলে খালেদ আহমেদকে আউট করে বিপিএলের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রানা। টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ও ঘুরিয়ে দেন তিনি।

এর আগে বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতেই বড় ধাক্কা খেলেও ইনিংস মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।

টসে জিতে সিলেট নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালে দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানেই ফেরেন। হায়দার আলীও রানের খাতা খুলতে পারেননি। পাওয়ারপ্লেতে ৩ উইকেটে মাত্র ২৮ রান তোলে নোয়াখালী। 

এরপর সৈকত আলী ও অঙ্কন কিছুটা প্রতিরোধ গড়েন। সৈকত ২৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন অঙ্কন।

শেষ দিকে জাকের আলী অনিকের সঙ্গে জুটি বেঁধে রানের গতি বাড়ান অঙ্কন। জাকের ১৭ বলে ২৯ রান করে আউট হন, আর অঙ্কন শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৫১ বলে অপরাজিত ৬১ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান।

সিলেটের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। এ ছাড়া সাইম আইয়ুব দুটি এবং মোহাম্মদ আমির একটি উইকেট নেন।

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫