মুশফিকের কারণেই সুযোগ পাচ্ছেন না আকবর?

২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
মুশফিকুর রহিম ও আকবর আলী

মুশফিকুর রহিম ও আকবর আলী © টিডিসি সম্পাদিত

বিপিএলের বাইরে দেশের ক্রিকেটের আর একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। সেই টুর্নামেন্টের টানা দুই আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী। কিন্তু বিপিএলে একাদশেই সুযোগ পাচ্ছেন না তিনি।

নিলামে আকবরকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। পরে মুশফিকুর রহিমকেও স্কোয়াডে যুক্ত করে তারা। বিপিএলের প্রথম দুই ম্যাচে রাজশাহী একাদশে নিয়মিত খেলেছেন মুশফিক, ভালো পারফরম্যান্সও দিচ্ছেন, কিন্তু সুযোগ মেলেনি আকবরের। তাই স্বাভাবিক প্রশ্ন উঠছে, মুশফিকের উপস্থিতিতেই কি পিছিয়ে পড়লেন আকবর?

যদিও শান্ত বলছেন, ‘না, এমন কিছু না। আকবর ফিল্ডার হিসেবে খেলেছে যদি দেখেন। টিম কম্বিনেশনের কারণে সুযোগ হয়নি তার খেলার। পুরো দলের প্রত্যেকেই একাদশে থাকার মতো। এই জায়গায় ম্যানেজমেন্ট হেলদি কম্পিটিশন থাকে একাদশ সাজানোর সময়। আকবর এমন একজন ক্যারেক্টার যে সবসময় দলের কথা ভাবে। ও এভাবেই বড় হয়েছে। ও খুব ভালো অবস্থানে আছে। নিজেকে তৈরি রাখছে। যখনই সুযোগ পাবে দলে ইমপ্যাক্ট রাখতে পারবে।’

এদিকে ঢাকার সঙ্গে পরাজয় প্রসঙ্গে ব্যাটিং ব্যর্থতার কথাই বলছেন শান্ত। তার ভাষ্যমতে, ‘খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি। উইকেট আজ তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। তবে আরও কিছু রান বোর্ডে রাখলে হয়ত ম্যাচ ভিন্ন হতো। ব্যাটাররা সবাই চেষ্টা করেছে। আরেকটু ভালো খেলা গেলে ম্যাচ ভালো হতে পারত।’

শান্ত যোগ করেন, ‘ব্যাটিং আরও ভালো করতে পারতাম, আপ টু দা মার্ক ছিল না। তবে আমাদের ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস আছে। এবং বোর্ডে ভালোভাবে রান রাখতে পারব যা বোলাররা ডিফেন্ড করতে পারবে।’  

নির্বাচনে খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জেবুকে ঘিরে এত কৌতুহল দেখে আমি অবাক, মজাও পাচ্ছি: জাইমা
  • ২৮ ডিসেম্বর ২০২৫
জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন কাল, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৮ ডিসেম্বর ২০২৫
এ হাদিকে আমার জানা ছিল না: হামিম
  • ২৮ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক সাহাবুদ্দিন আজম গ্রেপ্তার
  • ২৮ ডিসেম্বর ২০২৫
'ফিল্মি স্টাইলে' কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
  • ২৮ ডিসেম্বর ২০২৫