বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের বদলে থাকছে যে আয়োজন

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ PM
বিপিএল লোগো

বিপিএল লোগো © সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তবে ঘরোয়া এই টুর্নামেন্টের এক যুগে শূন্যতায় মোড়ানো কোনো আয়োজন রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আসরের উদ্বোধনী দিনে ছোট পরিসরের আয়োজনের পরিকল্পনা বিসিবির। 

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল। এর আগে, ২৪ ডিসেম্বর ঢাকায় এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার উদ্বোধনী আয়োজন হবে সীমিত পরিসরে। সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রংপুর রাইডার্স–বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এ তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তার ভাষ্যমতে, "আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ ডিসেম্বর যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ ডিসেম্বর ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।"

আয়োজন প্রসঙ্গে মিঠু বলেন, "আমাদের প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) ও স্পোর্টস সেক্রেটারি (আসিফ নজরুল) ওনারা উদ্বোধন করবেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। সাম্প্রতিক সময়ে ওসমান হাদীর মৃত্যুতে আমরা এক মিনিট নীরবতা পালন করব।"

তিনি আরও বলেন, "দুই ম্যাচের মাঝে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে। যেটা মাঠেই স্টেজ করে হবে। গানের অনুষ্ঠান প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের। দুপুর আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। দুই খেলার মাঝে যে সময় আছে, ১ ঘণ্টা ৪৫ মিনিটের। ওইখানে এই ছোট অনুষ্ঠানটা করব।"

উল্লেখ্য, বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সময়সূচিতে পরিবর্তন এনে সেটি এখন দুপুর ৩টায় নির্ধারণ করা হয়েছে। যেখানে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫