সাকলাইন ‘টেপ টেনিসের ক্রিকেটার’ মানতে নারাজ আকবর

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ PM
আব্দুল গাফফার সাকলাইন ও আকবর আলী

আব্দুল গাফফার সাকলাইন ও আকবর আলী © সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। নিলামে তাকে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল রাজশাজী ওয়ারিয়র্স। অবশ্য নিলামের আগে থেকেই আলোচনায় এই ক্রিকেটার। সবাই মূলত তাকে টেপ-টেনিস স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবেই চেনেন। 

যে কারণে তাকে টেপ টেনিস ক্রিকেটার বলেই আখ্যায়িত করছেন অনেকেই। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ এই সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগকে নেতৃত্ব দেওয়া আকবর আলী সেই কথাই মনে করাচ্ছেন। রংপুর বিভাগের পর এবার বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে একসঙ্গে খেলবেন তারা। এ ছাড়া সাকলাইনের দ্রুত উন্নতি দেখে মুগ্ধ যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আকবর বলেন, 'আমি তো ওকে ৩ বছর ধরে কাছ থেকে দেখছি। রংপুর থেকে ৩ বছর ধরে এনসিএল খেলছে। অনেকেই বলাবলি করছে সরাসরি টেপ-টেনিস থেকে এসেছে। এটা আসলে ঠিক না। ও ক্রিকেট বলের সঙ্গেও প্রায় ৫-৬ বছর ধরে আছে। ও খুব দ্রুত উন্নতি করছে। ৩ বছর আগে যখন দেখেছি আর এখন যখন দেখছি, ও খুব কুইক লার্নার।'

এদিকে বিপিএলের আগে চারদিনের এনসিএল নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। সেভাবে বিরতির সুযোগও মেলেনি তাদের। যদিও নিজেদের ক্লান্ত মানতে নারাজ আকবর।

তার ভাষ্যমতে, 'ক্লান্তির কথা যদি বলেন, এনসিএল শেষ করে আমরা প্রায় ৫-৬ দিন ব্রেক নিয়েছি। ৫-৬ দিনের ব্রেক প্রফেশনাল প্লেয়ারের জন্য যথেষ্ট। ক্লান্তির জায়গা তাই নেই। প্রস্তুতি নিয়ে বলব, চারদিনের আগে তো প্রায় সবাই এনসিএল টি-টোয়েন্টি খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখবেন প্রতিটি দলের এত ব্যস্ততা কেউই এক সপ্তাহ-১০ দিন এক ফরম্যাটের প্র্যাকটিস করতে পারবে না। প্রতিটি দলই এভাবে তৈরি হচ্ছে। এখানে মানিয়ে নেওয়াই আসল।'

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫