১ রান করলেই শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক, মুশফিকের সামনে বিরল রেকর্ডের হাতছানি

১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

৯০ ওভার শেষে আম্পায়ার ও মাঠের খেলোয়াড়দের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছিল, টেস্টের প্রথম দিনে হয়তো একটি ওভার বাড়তি খেলানো হতে পারে। কিন্তু তা হয়নি। ফলে মুশফিকুর রহিম অপরাজিতই রইলেন ৯৯ রানে। আগামীকাল বৃহস্পতিবার কেবল ১ রান করলেই বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়বেন তিনি।

দিনের শেষ মুহূর্তগুলোতে সবার মনেই ছিল একটাই প্রশ্ন, আজই কি মুশফিক সেঞ্চুরি পাবেন? তাঁর ব্যাটিং দেখেও মনে হচ্ছিল, তিনি হয়তো আজই তিন অঙ্কে পৌঁছাতে চান। নইলে দিনের শেষ বলটি কি এমন ঝুঁকিপূর্ণ সুইপ খেলতেন এই অভিজ্ঞ ব্যাটার? শটটি ভালোই করেছিলেন, তবে সেঞ্চুরি পাওয়া হয়নি; এসেছে মাত্র ১ রান।

আরও পড়ুন: শততম টেস্টে মুশফিকের ফিফটি, আউট মুমিনুল

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ। শের-ই বাংলা  স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টা থেকে ম্যাচটি শুরু হয়। মুশফিকের ৯৯* এবং মুমিনুল হকের দারুণ ফিফটিতে প্রথম দিন শেষে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২৯২ রান। নাজমুল ছাড়া সবাই ভালো শুরু পেয়েছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। আর লিটন দাস অপরাজিত আছেন ৪৭ রানে।

শততম টেস্ট যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারে এটি যেমন বড় গর্বের, তেমনি চাপেরও। কিন্তু মুশফিকুর রহিম ফের প্রমাণ করলেন, কেন তিনি সর্বদাই এগিয়ে। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির দ্বারপ্রান্তে লাল-সবুজের অভিজ্ঞ এই ব্যাটার। আগামীকাল সবার চোখ থাকবে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে—মুশফিক কি শততম টেস্টে সেঞ্চুরির সেই বিরল মাইলফলক ছুঁতে পারবেন?

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিক…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচন স্থগিতের খবরে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সাফল্যের কারণেই খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫